অবরোধের আগুনে দগ্ধ শিক্ষকের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক : অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ মাদ্রাসাশিক্ষক মাওলানা আব্দুস সাত্তার (৬০) মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন।
তার ভাতিজা রেজাউল করিম জানান, ১৮ দলীয় জোটের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথমদিন শনিবার সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের সামনে অবরোধকারীরা একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দিলে দগ্ধ হন আব্দুস সাত্তার।
প্রথমে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রবিবার তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
আব্দুস সাত্তারের বাড়ি পটুয়াখালী সদরের চর জৈনকাটি গ্রামে। তিনি পাঙ্গাসিয়া আরাবিয়া সিনিয়র কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
(দ্য রিপোর্ট/এসআর/কেএন/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)