নাটোরে বিএনপির ৬০ ঘণ্টা হরতাল চলছে
নাটোর সংবাদদাতা : নাটোরে বিএনপির ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথমদিন শহরে কোনো পিকেটিং ছাড়াই পালিত হচ্ছে।
হরতাল চলাকালে নাটোর থেকে দূরপাল্লার কিংবা অভ্যন্তরীণ কোনও রুটেই যানচলাচল করেনি। রিকশা-অটোরিকশা চলাচলও ছিল অন্যদিনের চেয়ে কম। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সোমবার নাটোরে অবরোধ চলাকালে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে পৌর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সায়ফুজ্জামান সুজন মারা যান। এর প্রতিবাদে জেলা বিএনপি মঙ্গলবার সকাল থেকে টানা ৬০ ঘণ্টা হরতালের ঘোষণা দেয়।
(দ্য রিপোর্ট/এনএইচ/এপি/এএস/ডিসেম্বর ০৩, ২০১৩)