আইসল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো পুলিশের গুলিতে নিহত ১
দ্য রিপোর্ট ডেস্ক : আইসল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, রাজধানী রেকিয়াভিকের উপকণ্ঠে আরবেয়ার এলাকার একটি অ্যাপার্টমেন্টের ভেতর থেকে ওই ব্যক্তি শটগান দিয়ে গুলি ছুড়তে থাকে। নিরস্ত্র দুই পুলিশ সদস্য তার অ্যাপার্টমেন্টে ঢুকতে গেলে গুলিতে আহত হন।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তিকে থামানোর জন্য একটি ভাঙা জানালা দিয়ে অ্যাপার্টমেন্টের মধ্যে একটি স্মোক বোমা ছোঁড়ে পুলিশ। পরে অস্ত্রধারী পুলিশ এসে গুলি ছুঁড়লে ওই ব্যক্তি নিহত হন।
ওই ব্যক্তির নাম জানানো হয়নি। কী উদ্দেশে তিনি গুলি ছুঁড়ছিলেন তাও জানা যায়নি বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির জাতীয় টেলিভিশন আরইউভি জানায়, ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে তার প্রতিবেশীরা হুমকিস্বরূপ মনে করতেন।
কম জনসংখ্যার দেশ আইসল্যান্ডে অপরাধের হার খুবই কম। আর বন্দুকযুদ্ধের ঘটনা দেশটিতে একেবারেই বিরল। এমনকি দেশটির নিয়মিত পুলিশ বাহিনী কোনো আগ্নেয়াস্ত্রও বহন করে না।
তাই সোমবারের এ ঘটনাকে অভূতপূর্ব হিসেবে অভিহিত করেছেন আইসল্যান্ডের পুলিশ কমিশনার হারালডুর জোহানসেন। সূত্র: এপি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)