চীনের আকাশ প্রতিরক্ষা অঞ্চল নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র
দ্য রিপোর্ট ডেস্ক : চীনের সদ্যঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। পূর্ব এশিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এ খবর জানিয়েছেন।
জাপানের আশাহি সংবাদপত্রের একটি লিখিত প্রতিক্রিয়ায় বাইডেন জানান, জাপান ও চীনের মধ্যকার উত্তেজনা নিরসনে দুই দেশেরই পদক্ষেপ নেওয়া উচিত।
ছয়দিনের পূর্ব এশিয়া সফরে সোমবার রাতে বাইডেন টোকিও পৌঁছান। সেখান থেকে তিনি চীনের রাজধানী বেইজিং ও দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল যাবেন।
জো বাইডেনের এই সফরে চীনের সদ্যঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চল প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের নতুন ঘোষিত এ আকাশ প্রতিরক্ষা জোনের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। ওই আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কয়েকটি দ্বীপের মালিকানা চীন, জাপান, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া দাবি করে আসছে।
আকাশ প্রতিরক্ষা অঞ্চল ঘোষণা করার পর চীন জানিয়েছিল, ওই অঞ্চল দিয়ে যেকোনো বিমান চলাচল করার আগে চীনা কর্তৃপক্ষকে নিজেদের পরিচয় জানাতে হবে। নইলে তাদের বিরুদ্ধে চীন ‘আত্মরক্ষামূলক জরুরি ব্যবস্থা’ নিতে বাধ্য হবে। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)