দ্য রিপোর্ট প্রতিবেদক : তফসিল বাতিল করে পুনরায় নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

পুরান পল্টনের নিজ কার্যালয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এ দাবি জানান।

বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে মোসাদ্দেক বিল্লাহ বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সম্প্রতি বরগুনা- ২ উপ-নির্বাচনই এর প্রমাণ। বর্তমান তফসিল বাতিল করে তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

একই সঙ্গে রাজনৈকি প্রভাবমুক্ত ও সৎ সাবেক বিচারপতি, সচিব, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী ও আলেম প্রতিনিধিদের নিয়ে নির্দলীয়-নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসন্ন নির্বাচন থেকে সরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়ে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী আরো বলেন, এর মাধ্যমে জাতির বিজয় হলো। এরশাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে। আশা করছি আওয়ামী লীগেরও শুভ বুদ্ধির উদয় হবে।

পরে তিনি ৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সারাদেশে রাজনৈতিক সহিংসতায় নিহত ও আহতদের স্বরণে দোয়া, ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে সুস্থ, সঠিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার দাবিতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও আলেম-উলামাদের নিয়ে গোলটেবিল বৈঠক এবং দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, সুখী, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, চরমোনাই পীরের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন্দ, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/এমএআর/ডিসেম্বর ০৩, ২০১৩)