পাকিস্তানে এক্সপ্রেস নিউজের কার্যালয়ে হামলা
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মিডিয়া প্রতিষ্ঠান এক্সপ্রেস নিউজের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে।
এক্সপ্রেস নিউজ জানায়, সোমবার রাত ৯টা ১৫ মিনিটে কার্যালয়ের প্রবেশ পথে গুলি ও অন্তত দুইটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে তিনজন আহত হয়েছেন। তবে রক্ষীরা ‘অজ্ঞাত’ হামলাকারীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে প্রতিহত করেছে।
সাংবাদিক জাহানজাইক হক টুইটারে জানান, তিনি জানালা দিয়ে কার্যালয়ের বাইরে দুইবার সাদা আলোর ঝলকানি দেখতে পান। একইসঙ্গে তিনি ‘আগুন লেগেছে’ বলে বাইরে থেকে চিৎকার শুনতে পান।
চলতি বছরের আগস্টে এক্সপেস নিউজের কার্যালয়ের বাইরে বন্দুক হামলায় দুইজন আহত হন। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)