দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : জাতীয় নির্বাচন নিয়ে দুই প্রধান দলের মতবিরোধে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে বাংলাদেশে আকস্মিক সংক্ষিপ্ত সফরে আসছেন প্রতিবেশী দেশ ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।

বুধবার ঢাকায় এসে পরদিন বৃহস্পতিবারই তিনি চলে যাবেন। তবে তার সফরের বিষয়বস্তু এখনো নিশ্চিত করতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জানা গেছে, ঢাকায় অবস্থানকালে শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপি চেয়ারপারসনের একটি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করবেন সুজাতা সিং।

(দ্য রিপোর্ট/জেআইএল/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)