দ্য রিপোট প্রতিবেদক : আলোচনার মাধ্যমে প্রধান রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের গ্রহণযোগ্য পথ বের করার তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এজন্য তিনি সরকারকে তিনটি বার্তা পৌঁছে দিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করে এ তাগিদ দেন রাষ্ট্রদূত। পরে তিনি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ড্যান মজিনা বলেন, তিনটি বার্তা মন্ত্রীর কাছে পৌছে দিয়েছি। কোন পক্ষের সহিংসতাই গ্রহণযোগ্য নয়, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয়। সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকার আছে। প্রধান রাজনৈতিক দলগুলোকে অর্থবহ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুজে বের করতে হবে, যাতে জনগণের কাছে নির্বাচন বিশ্বাসযোগ্য হয়।

জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর বাংলাদেশ সফরকে সুযোগ উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগালে অর্থবহ নির্বাচনের মধ্যদিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

(দ্য রিপোট২৪/আরএমএম/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)