দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও অন্তর্বর্তী সরকারের মন্ত্রীরা প্রটোকল পাবেন না। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।

তবে অন্তর্বর্তী সরকারের মন্ত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

কমিশনার আরো বলেন, রাষ্ট্রীয় কোন বার্তা না আসা পর্যন্ত ইসি সংবিধান অনুসরণ করবে।

নির্বাচনী আচরণবিধি খসড়া চূড়ান্ত করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশা করছি সবার সন্তুষ্টির মাধ্যমে এমন একটি আচরণবিধি প্রণয়ন করতে, যাতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়।

জাবেদ আলী বলেন, আমাদের সকলেরই উদ্দেশ্য এক। একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করা। যা দেশে ও বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হবে।

(দিরিপোর্ট২৪/জেজেড/এইচএস/এমএআর/অক্টোবর ২২, ২০১৩)