দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সাবেক কর্মকর্তা কাজী আব্দুল কুদ্দুস (৬৩) নিহত হয়েছেন।

কাওরানবাজার রেলক্রসিংয়ে মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাওরানবাজার রেল ক্রসিংয়ে মঙ্গলবার ১২টার সময় টঙ্গীগামী একটি ট্রেনের সঙ্গে কাজী আব্দুল কুদ্দুস ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হলে পথচারী পারভেজ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। দুপুর ১টার দিকে মেডিকেলের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে তার বড় ছেলে সানী হাসান মৃতদেহ শনাক্ত করেন।

সানী হাসান বলেন, ‘আমার বাবা বিএডিসির কর্মকর্তা ছিলেন। ঢাকার সিদ্দেশ্বরী রোডের ১১/এনং বাসায় আমরা থাকি। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে।’

হাসান আরও বলেন, ‘আমার বাবা কাওরানবাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। তিনি কানে কম শোনেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃত্যুর বিষয়টি কমলাপুর রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/আইজেকে/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)