আগরতলায় নারী সম্মেলন
এ উপলক্ষে সমাবেশ হবে শিশু উদ্যান চত্বরে। সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সংগঠনের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সুধা সুন্দররমণ।
সোমবার সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে রাজ্যের নারী নেত্রী রমা দাস এবং কৃষ্ণা রক্ষিত নারী সম্মেলন সম্পর্কে সাংবাদিকদের জানান।
নারীদের আর্থ-সামাজিক বিষয় নিয়ে আলোচনা হবে রাজ্য সম্মেলনে। এছাড়া নারীদের উন্নয়নে রাজ্য সরকারের নেয়া পদক্ষেপের আলোচনা স্থান পাবে বলে জানান নারী নেত্রীরা।
এবারের সপ্তদশ নারী সম্মেলন থেকে চারটি দাবি তোলা হবে বলে জানিয়েছেন কৃষ্ণা রক্ষিত। তিনি জানান, রাজ্যে তাদের সংগঠনের শক্তি দিন দিন বাড়ছে।
ত্রিপুরায় নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। রাজ্যে নারী নির্যাতন রোধে এই সম্মেলন পথ দেখাবে বলে অনেকেই আশা করছেন।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২২, ২০১৩)