দ্য রিপোর্ট ডেস্ক : কে সেরা? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? এ নিয়ে যখন চারিদিকে চলছে নানান হিসেব-নিকেশ তখন নিজের অবস্থান ব্যক্ত করছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

ইটালির এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘আমার কাছে রোনালদো আছে। তাই আমি কেন মেসিকে দলে নিতে যাবো? রোনালদো একজন অসাধারণ খেলোয়াড়। তার কাছে ঈশ্বর প্রদত্ত প্রতিভা আছে।’

এ বছর দারুণ পারফর্ম করেছেন রোনালদো। লিগে ভালো খেলার পাশাপাশি সুইডেনকে হারিয়ে নিজের দেশ পর্তুগালকে নিয়ে গেছেন ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে।

আনচেলত্তি বলেছেন, ‘রিয়ালে যদি একজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হয় তবে সে মেসি নয়।’

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/ডিসেম্বর ৩, ২০১৩)