ক্যাফেইনসমৃদ্ধ এনার্জি ড্রিংকস হৃদ সংকোচন বাড়ায়
দ্য রিপোর্ট ডেস্ক : ক্যাফেইনসমৃদ্ধ এনার্জি ড্রিংকস বদলে দিতে পারে হৃদস্পন্দন। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
জার্মানির ইউনিভার্সিটি অব বনের একদল গবেষক ১৭ জন ব্যক্তির উপর পরীক্ষা চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
গবেষকরা এনার্জি ড্রিংকস পান করার এক ঘণ্টা পর ওই ব্যক্তিদের হৃদপিণ্ডের ছবি তোলেন। সেখানে দেখা যায় ওই ব্যক্তিদের হৃদপিণ্ডের সংকোচন আগের তুলনায় আরো জোরালো হয়ে উঠেছে।
রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকার বার্ষিক বৈঠকে ওই গবেষকরা জানান, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা আছে তাদের এই ড্রিংকস এড়িয়ে চলা উচিত। এছাড়া শিশুদের এ ধরনের ড্রিংক পান করা উচিত নয় বলে জানান গবেষকরা।
ওই গবেষক দলের সদস্য ড. জোনাস ডর্নার বলেন, ‘ওই এনার্জি ড্রিংকসগুলো হৃদপিণ্ডের কার্যক্ষমতার উপর কী ধরনের প্রভাব ফেলে তা এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে জানি না’
তিনি আরো বলেন, এসব ড্রিংসে থাকা ক্যাফেইনের পরিমাণ কফি বা কোলার মতো অন্যান্য কার্বোনেট বেভারেজের তুলনায় তিনগুণ বেশি।
বেশি পরিমাণ ক্যাফেইন গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া এরইমধ্যে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে।
এসব পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে আছে হৃদকম্পন বৃদ্ধি, বুক ধড়পড় করা, রক্তচাপ বৃদ্ধি। এমনকি মাত্রাতিরিক্ত ক্যাফেইন গ্রহণের ফলে কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও হতে পারে বলে জানান গবেষকরা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জেএম/ডিসেম্বর ০৩, ২০১৩)