দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে আগের অবস্থান পুনর্ব্যক্ত করলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ। একতরফা নির্বাচন হলে ইইউ পর্যবেক্ষক নাও পাঠাতে পারে।’

তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনে যা বলেছিলাম এবং ব্রাসেলস থেকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ প্রতিনিধি ক্যাথরিন অ্যাসটন বিবৃতি দিয়ে যেটা বলেছেন সেটাই আমাদের এখনকার অবস্থান। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় ইইউ।’

প্রসঙ্গত, শনিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ প্রতিনিধি ক্যাথরিন অ্যাসটন এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘২০০৮ সালের মতো বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনেও ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত। কিন্তু তা নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতির ওপর।’

এছাড়া একই দিনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানান উইলিয়াম হান্না।

তিনি বলেন, ‘বর্তমানে যে সহিংসতা চলছে তা যদি চলতে থাকে তাহলে ইইউ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন কি না, সেটা নতুন করে ভাবতে হবে।’

(দ্য রিপোর্ট/জেআইএল/এইচএস/এমডি/ডিসেম্বর ০৩, ২০১৩)