ফাঁকা মাঠে গোল দিতে চাই না : হাছান মাহমুদ
রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘প্রধানমন্ত্রীর সাউথ সাউথ পুরস্কার গ্রহণ, দেশ ও জনগণের অর্জন’ শীর্ষক আলোচনাসভায় শুক্রবার সকালে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। যুদ্ধাপরাধীদের রায় নিয়ে বিএনপি লুকোচুরি খেলছে। তারা শুধু জঙ্গিবাদের পৃষ্ঠপোষকই নয়, যুদ্ধাপরাধীদের সহায়তাকারীদের দল।’
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে একটি জঙ্গিবাদী জোট উল্লেখ করে তিনি বলেন, ‘১৮ দলে যারা রয়েছে তারা দেশকে তালেবান, পাকিস্তান বানাতে চায়।’
বন ও পরিবেশমন্ত্রী বলেন, ‘বিএনপির জন্ম হয়েছে বন্দুকের নল ও উচ্ছিষ্ট থেকে। অর্থাৎ যারা উচ্ছিষ্ট খায় তাদের নিয়ে বিএনপির জন্ম হয়েছে। তারা দেশে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। তবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তা হতে দেবে না।’
এক-এগারোর জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, ‘তারাই ওই অবস্থার জন্য দায়ী। তাদের কারণে গণতন্ত্র তখন অবরুদ্ধ হয়েছিল। কিন্তু শেখ হাসিনা এসে তা আবার পুনরুদ্ধার করেছেন।’
‘দেশে ডাকাত পড়েছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দেশে সত্যিই ডাকাত পড়েছে। তবে এ ডাকাত দলের সর্দারণী হচ্ছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।’
কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া ও হুমায়ুন কবির মিজি।
(রিপোর্ট২৪/এএস/জেএম/অক্টোবর ০৪, ২০১৩)