‘এরশাদের শেষ দেখতে অপেক্ষা করুন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শেষ কথা শুনতে আরো অপেক্ষা করতে বললেন নির্বাচনকালীন সরকারের দুই মন্ত্রী।
সচিবালয়ে মঙ্গলবার শিল্প, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ এবং যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের পৃথক দু’টি অনুষ্ঠানে এ কথা বলেন।
সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগ পর্যন্ত এরশাদের মুখে শেষ কথা বলার সময় এখনো শেষ হয়নি।
সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনেক কিছুই আনবিলিভেবল বা আনপ্রেডিকটেবল ঘটে যাচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই এ বিষয়গুলো একটি স্থিতিশীল অবস্থা নেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
মনোনয়পত্র জমা দেওয়ার পর কী অবস্থা হবে- এ বিষয়ে মন্ত্রী বলেন, লেটেস্ট এরপরও লেটেস্ট থাকতে পারে। অপেক্ষা করুন দেখুন।
চলমান সহিংসতায় দেশে জরুরি অবস্থা জারি করা হবে কী না জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশে জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি হয়নি।
খালেদা জিয়ার সোমবারের বিবৃতি আগুনে পুড়ে পোড়া দগ্ধ, মৃত এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া মানুষের সঙ্গে নির্মম তামাশা ছাড়া আর কিছু না বলেও মন্তব্য করেন কাদের।
এদিকে শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, অপেক্ষা করুন, কি হয় দেখতে পাবেন!
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন তা দলীয় নেতাকর্মীরাই জানে না।
বিএনপির নির্দলীয় সরকারের একদফা দাবি পূরণ সম্ভব নয় জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নির্বাচনে আসলে নিবাচন কমিশন নির্বাচন পিছিয়ে দিতে পারে। প্রধান নির্বাচন কমিশনার তো আগেই একথা জানিয়েছেন।
সরকার এক তরফা নির্বাচনের দিকে যাচ্ছে কী না জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, এটা এক তরফা নির্বাচন নয়, এক হাজার ১০০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে তিনি মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে সাক্ষৎ করেন।
(দ্য রিপোট২/আরএমএম/এসবি/ডিসেম্বর ০৩, ২০১৩)