মহাসচিব হাওলাদারের বাসায় জাপা মন্ত্রীদের বৈঠক
দ্য রিপোর্ট প্রতিবেদক : এরশাদের হঠাৎ করে নির্বাচন বর্জনের ঘোষণায় মহাসচিব বেসামরিক বিমানমন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদারের গুলশানের বাসায় জরুরি বৈঠক করেছে জাতীয় পার্টির নির্বাচনকালীন সরকারের ছয় মন্ত্রী ।
মঙ্গলবার বিকেল থেকে চলা এ বৈঠক সন্ধ্যা ৫টা চলে বলে জাপা সূত্র দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
তবে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন রুহুল আমীন হাওলাদার। তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘ আমি পার্টির মহাসচিব। অবরোধের কারণে পার্টির নেতাদের নিয়ে বাইরে বসতে পারি না। আমার বাসায় তো দলীয় নেতারা আসতেই পারেন। ’
সূত্র জানায়, বৈঠকে জাপার প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম ও উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/ সাআ/ এমডি/ ডিসেম্বর ০৩, ২০১৩)