গোপালগঞ্জ সংবাদদাতা : কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন ভালভাবে ও শান্তিপূর্ণভাবে হবে। দেশের মানুষের সক্রিয় অংশগ্রহণও এতে থাকবে।’

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে মঙ্গলবার দুপুরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর - ৩ আসনের প্রার্থী নাছিম বলেন, রাজনৈতিক ও সাংবিধানিক দুটি প্রক্রিয়ার অংশ হলো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পরিপুষ্ঠ ও সমৃদ্ধি লাভ করে। নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর- এটাও সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্রের পূর্বশর্ত। নির্বাচনে সকল দলের অংশগ্রহণের জন্য সব ধরনের চেষ্টা চালানো হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, আলাপ-আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা হবে। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করতে পারবো, সবাইকে নিয়ে নির্বাচন করতে আশাবাদী।

তিনি আরো বলেন, কেবল মনোনয়নপত্র দাখিল হয়েছে, এই মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহারের কোন সুযোগ নেই। আগামী ৫ ডিসেম্বর যাচাই-বাছাই হবে। এরপর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে।

নাছিম বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, বাস পুড়িয়ে নষ্ট করে, আর যাই হোক তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। রাজনৈতিক দলের লক্ষ্যই হলো নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে জানগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানো। সেই শ্রদ্ধা পোষণ করতে যারা না পারবেন গণরায়ের মাধ্যমে এ দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আফজাল বাবু, কাজী শহিদ্ল্লুাহ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হক সাচ্চু, অ্যাডভোকেট ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আকরামুজ্জামান আক্রাম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহসিন উদ্দিন সিকদারসহ নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসবিএম/এমএআর/ডিসেম্বর ০৩, ২০১৩)