দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ জানিয়েছেন বিধি বিধান অনুযায়ী রিটার্নিং অফিসাররা সবকিছু করবেন। মঙ্গলবার বিকেল পাঁচটায় নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হবার সময় তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন। লেভেল প্লেয়িং ফিল্ড হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মননোনয় প্রত্যাহারের পর তা বলা যাবে।

এ সময় সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুদলই একটা সমঝোতায় পৌছাবে।

(দ্য রিপোর্ট/এমএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ০৩, ২০১৩)