মিরসরাইয়ে যুবদল নেতা গ্রেফতার
চট্টগ্রাম সংবাদদাতা : মিরসরাই উপজেলায় নাশকতার মামলায় মমতাজ আলম জিকু নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বারইয়ারহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক।
বারইয়ারহাট বাজার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মহাসড়কে নাশকতা, বোমা বিস্ফোরণসহ বিভিন্ন ঘটনায় চারটি মামলা রয়েছে।
এদিকে, মমতাজ আলম জিকু গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তি দাবি করেছেন ১৮ দলীয় জোট সংগ্রাম কমিটি মিরসরাই উপজেলার আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সভাপতি কাজী সালাহ উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম মিয়াজী, উপজেলা যুবদল আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, যুগ্ম-আহবায়ক নাজমুল হক সোহাগ, ইফতেখার মাহমুদ জিপসন প্রমুখ।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, জিকুর বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মহাসড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগে চারটি মামলা রয়েছে।
(দ্য রিপোর্ট/এমএএইচ/এমএআর/ডিসেম্বর ০৩, ২০১৩)