দ্য রিপোর্ট ডেস্ক : অবসরে যাওয়া শচিন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র পিপলস অ্যাওয়ার্ডের পুরস্কার জিতেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

২০১০ সালে আইসিসি এই পুরস্কার প্রবর্তনের পর প্রথম তা পেয়েছিলেন শচিন টেন্ডুলকার। এর পর টানা ২ বার এই অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ২০১১ ও ২০১২ সালে অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি।

ধোনি ছাড়াও অ্যাওয়ার্ড পাওয়ার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক, ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, ভারতের বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে খেলতে এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রযেছে ভারতীয় দল। অধিনায়ক ধোনি টিমের সঙ্গে থাকায় তার পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বিসিসিআইর সেক্রেটারি সঞ্জয় প্যাটেল।

পুরস্কার জেতার পর এক বিবৃতিতে ধোনি জানিয়েছেন, ‘এ পুরস্কার পেয়ে খুবই খুশি আমি। আমাকে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’

(দ্য রিপোর্ট/সিজি/ডিসেম্বর ৩, ২০১৩)