নথিপত্র নিয়ে পালানোর সময় সচিবালয়ে ২জন আটক
দ্য রিপোট প্রতিবেদক : ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করে মাইক্রোবাসে নথিপত্র নিয়ে পালানোর সময় মঙ্গলবার দুই জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন পরিবহন পুলের সাবেক গাড়িচালক রুস্তম আলী হাওলাদার ও সচিবালয়ের ক্লিনার সোহেল।
সচিবালয়ে দায়িত্বরত পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান, দুপরের দিকে সচিবালয়ের ভেতর থেকে একটি মাইক্রোবাস দ্রুত বেরিয়ে যেতে দেখে সন্দেহ হওয়ায় তারা থামার সংকেত দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত তিন নম্বর গেইট দিয়ে বেরিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে যানটি আটক করে।
তিনি আরো জানান, যোগাযোগ, জনপ্রশাসন, ভূমি ও রেল মন্ত্রণালয়ের বেশ কিছু নথি পাওয়া গেছে গাড়িতে। এরমধ্যে বাবুবাজার ব্রিজের নকশাসহ ঢাকার বিভিন্ন সড়কের ম্যাপও রয়েছে। শাহবাগ থানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে রুস্তম আলী হাওলাদার ও সোহেলের ব্যবহৃত পরিচয়পত্রটি ভুয়া।
(দ্য রিপোট২৪/আরএমএম/এইচএস/ এমডি/ ডিসেম্বর ০৩, ২০১৩)