রাজধানীর নিরাপত্তায় পুলিশের বাড়তি প্রস্তুতি
আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ২৫ অক্টোবর থেকে রাজধানীতে পুলিশ, র্যাব ও বিজিবির ২৬ হাজার সদস্য মোতায়েন রাখা হবে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম এ প্রসঙ্গে দিরিপোর্ট২৪কে বলেন, ‘আসন্ন নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে দেশে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় রাজধানীতে ব্যাপক নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোয়েন্দা তথ্যে এমনটাই জানা গেছে। মানুষের জানমালের নিরাপত্তায় তাই আগে থেকেই পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, রাজধানীতে পুলিশ-র্যাব ও বিজিবি সদস্যের সংখ্যা কম নয়। এরপরও্ যেসব সদস্য ছুটিতে ছিলেন তাদের ছুটি বাতিল করা হয়েছে। দেশের উত্তেজনাকর পরিস্থিতিতে কেউ যাতে কোন ধরনের সহিংসতা ও নাশকতা সৃষ্টি করতে না পারে এ জন্য ২৬ হাজার পুলিশ-র্যাব ও বিজিবি সদস্য মাঠে থাকবেন।
মনিরুল ইসলাম রাজনীতিবিদদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের প্রতি অনুরোধ উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের কোন ধরনের প্রশ্রয় দেবেন না। মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব শুধু পুলিশের নয়, আপনাদেরও।
ডিএমপি জানায়, ২৫ অক্টোবর থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়া ঢাকার প্রবেশ পথে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
(দিরিপোর্ট২৪/তৈমুর শুভ/এমএআর/এমডি/অক্টোবর ২২, ২০১৩)