৫ প্রশ্নে রওনক হাসান
দ্য রিপোর্ট প্রতিবেদক : এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা ও নাট্যকার রওনক হাসান। বর্তমান অবস্থা ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর ইস্কাটনের এক মিডিয়া অফিসে দ্য রিপোর্টের সঙ্গে কথা বলেন তিনি।
দ্য রিপোর্ট : কেমন চলছে?
রওনক : কেমন আর? অনেক নাটকের শুটিং প্যাক-আপ হচ্ছে। আসলে দেশের অর্থনীতির অবস্থাই তো খারাপ।
দ্য রিপোর্ট : শেষ কোন নাটকে কাজ করলেন?
রওনক : বিজয় দিবস উপলক্ষে মেহেদি হাসান সজীবের ‘১৯৭১’ নাটকে মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করলাম। এতে দেখানো হবে, মুক্তিযুদ্ধের শুরুর সময়ের চিত্র। ২৫ মার্চের পর কিভাবে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করা হয়।
দ্য রিপোর্ট : ধারবাহিকের কাজ করছেন না?
রওনক : নতুন তিনটি ধারাবাহিক নিয়ে কথা চলছে। মাহফুজ আহমেদের ‘আমাদের ছোট নদী’, লুৎফুন নাহার মৌসুমীর ‘জয়িতা’ এবং সুমন আনোয়ারের নাম চূড়ান্ত না হওয়া একটি ধারাবাহিকের কাজ শুরু করবো।
দ্য রিপোর্ট : নাটক লেখার কাজ কেমন চলছে?
রওনক : আপাতত কোন নাটক লিখছি না। তবে নতুন একটি ধারাবাহিক লেখার কথা ভাবছি।
দ্য রিপোর্ট : কি ধরনের নির্বাচন আশা করেন?
রওনক : জনগণ যাতে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ভোটদিতে যেতে পারে, সেই আশা করি। তার সঙ্গে এটাই চাই, যে স্বাধীনতা বিরোধীরা যেন নির্বাচনে যেতে না পারে।
(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ডিসেম্বর ০৩, ২০১৩)