দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ফাঁকা জায়গায় কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে এক শিশুর হাত উড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শ্যমলী পঙ্গু হাসপাতে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। আহতের নাম এখন জানা যায়নি।

এ সস্পর্কে আদাবর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানায়, ঐ জায়গায় একটি ময়লার স্তুবে পরিত্যক্ত অবস্থায় থাকা ২টি লাল টেপ দিয়ে পেঁচানো ককটেল কে বল মনে করে ছিল। তাই সে ককটেলের মত দেখতে বল নিয়ে খেলতে গেলে তা বিস্ফোরিত হয়ে তার হতের কব্জি উড়ে যায়।
এতে দুটির মধ্যে একটি বিস্ফোরিত হয় কিন্তু বাকি আরেকটি বিস্ফোরণ হয়নি। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/ডি/এমসি/ডিমেম্বর ০৩, ২০১৩)