সোনালী আঁশের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক: পাট খাতের সোনালী আঁশ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থ বছরের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর। ঘোষিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ২০৬ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ৩, ২০১৩)