দ্য রিপোর্ট ডেস্ক : জোহানেসবার্গে বৃহস্পতিবার ভারত যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম রানটা করবে, তখনই তারা একদিনের ম্যাচে সর্বাধিক রান রেকর্ডবুকে প্রথম দেশ হিসেবে উঠে আসবে৷ ৫০ ওভারের খেলায় ভারত এবং অস্ট্রেলিয়া এখন সমান রান।

৮৪১টি ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ১,৮২,৮৮১৷ অস্ট্রেলিয়াও একই রান করেছে ৮২৫ ম্যাচে। যদিও জয়ের নিরিখে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া৷ অস্ট্রেলিয়া জিতেছে ৫০৫টি ম্যাচ৷ সেখানে ভারতের জয় ৪২৩ ম্যাচে৷ একদিনের ম্যাচে সর্বাধিক রান করার এই তালিকায় পাকিস্তানের (দ্বিতীয়) পর রয়েছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ৷

মনে করা হচ্ছে, ভারতের এই রেকর্ড কিছু দিন অক্ষতই থাকবে৷ কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি একদিনের ম্যাচ খেলার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি একদিনের ম্যাচ খেলবে৷ যেখানে অ্যাসেজ সিরিজের পর অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে ৫টি একদিনের ম্যাচ৷

ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ব্যক্তিগত ২টি রেকর্ডের সামনে দাঁড়িয়ে। অধিনায়ক হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নয়া রেকর্ড করতে পারেন তিনি৷ দেশকে ১৫১ ম্যাচে নেতৃত্ব দেওয়া ম্যাচে তার রান ৫,২১৩৷ এই মুহূর্তে তিনি সাবেক অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিনের থেকে মাত্র ২৬ রান পিছনে৷ ১৭৪ ম্যাচে অধিনায়ক আজহারের রান ৫২৩৯৷ যদি একদিনের সিরিজ ৩-০ জিততে পারে ভারত, তাহলে আজহারেরই আরও একটা রেকর্ড ভেঙে দেবেন ধোনি৷ ধোনির অধিনায়কত্বে এখনও পর্যন্ত ভারত জিতেছে ৮৮টি ম্যাচ৷ যেখানে আজহারের নেতৃত্বে জয় ৯০ ম্যাচে৷

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ৩, ২০১৩)