দ্য রিপোর্ট প্রতিবেদক : রংপুর এক্সপ্রেসের একটি ট্রেনে মঙ্গলবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের একটি বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী রুহুল আমিন জানান, রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর খিলগাঁও এলাকার কাছাকাছি গেলে পেট্রোল বোমা মেরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন কম থাকায় তা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। এ কারণে চালক ট্রেনটি না থামিয়ে চলন্ত রাখেন।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মজিদের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার এলাকায় এমন নাশকতা ঘটতেই পারে না।’

তিনি বলেন, ‘ঢাকা বিভাগের রেলওয়ে পুলিশ রেলের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে।’

জানা গেছে, রংপুর এক্সপ্রেসটি রাত ৯টায় ছাড়ার কথা থাকলেও আধাঘণ্টা বিলম্ব করে ট্রেনটি ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পর এতে পেট্রোল বোমা মেরে আগুন দেয় দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/ডিসেম্বর ০৩,২০১৩)