‘জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নেবেন বলে দাবি করেছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গণভবনে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বনমন্ত্রী এ কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, মজিবুল হক ফকির, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাতীয় পার্টি (জাপা) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা সবাই নির্বাচনে অংশ নেবেন।’ এরশাদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনিও বনমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলেন’ জাতীয় পার্টির নেতারা নির্বাচনে অংশ নেবেন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘১৪ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। বুধবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।’
এরশাদের নির্বাচন বর্জন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এরশাদ নির্বাচনে না আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দুপুরেও বলেছি মনোনয়ন প্রত্যাহরের ৭ দিন বাকি আছে। অপেক্ষা করুন।’
(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/ডিসেম্বর ০৩,২০১৩)