দ্য রিপোর্ট ডেস্ক : পোল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে সিআইএ’র এক বন্দিশালায় দুই ব্যক্তিকে নির্যাতনের বিষয়ে মঙ্গলবার এক শুনানি হয়েছে। ইউরোপের একটি মানবাধিকার আদালতে সৌদি ও ফিলিস্তিনি ওই দুই বন্দির করা অভিযোগের বিষয়ে এই শুনানি অনুষ্ঠিত হলো। খবর বিবিসির।

এর আগে কখনও সিআইএ’র বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ইউরোপের মানবাধিকার আদালতে কোন শুনানি অনুষ্ঠিত হয় নি। ইউরোপ জুড়ে সিআইএ’র বন্দিদের জিঙ্গাসাবাদে ব্যবহৃত গোপন বন্দিশালার বিষয়ে এটিই প্রথম কোন শুনানি।

কিউবার গুয়ানতানামো বে বন্দিশালা থেকে সম্প্রতি স্থানান্তর করা এই দুই বন্দি পোল্যান্ডের বিরুদ্ধেও মানাবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

তাদের আইনজীবীরা মঙ্গলবার ইউরোপীয় আদালতকে বলেন, সিআইএ ২০০০ সালে তাদেরকে অপহরণ করে তৃতীয় একটি দেশে স্থানান্তর করেছিল।

তারা অভিযোগ করেছেন তাদের পোল্যান্ডের একটি দুর্গম কারাগারে স্থানান্তর করা হয়। যেখানে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।

এদিকে সাবেক এক সিআইএ কর্মকর্তা জানিয়েছেন, ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত তারা পোল্যান্ডে একটি বন্দিশালা পরিচালনা করেছিল।

মানবাধিকার সংস্থাগুলোর বিশ্বাস অভিযোগকারী দুইজনসহ কমপক্ষে আটজন বন্দিকে ওই কারাগারে রেখে নির্যাতন করা হয়েছিল। তবে পোল্যান্ডের ওই সময়কার নেতারা এই অভিযোগ অস্বীকার করছেন।

(দ্য রিপোর্ট/এআইএম/আদসি/ডিসেম্বর ০৪, ২০১৩)