ভোলা : ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সমাবেশ করেছে সাংবাদিকরা। শহরের তালুকদার ভবন মার্কেটে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আহাদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সাংবাদিক নজরুল হক অনু, সাহাদাত শাহিন, নাছির লিটন, আফজাল হোসেন, জিয়া উদ্দিন জিয়া, মেজবা উদ্দিন শিপু, ছোটন সাহা, এইচএম জাকির, হোসেন সাদী, জুয়েল সাহা বিকাশ ও জহিরুল লিটন।

উপস্থিত ছিলেন- বেসরকারি টেলিভিশনের ক্যামেরাম্যান খোকন দেবনাথ, উৎপল দেবনাথ, বিপ্লব, শামিম ও লক্ষণ দাস।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে বিনা কারণে সময় টিভির ক্যামেরাপারসন উৎপল দেবনাথ ও টুয়েন্টিফোরের ক্যামেরা পারসন বিপ্লবের ওপর হামলা, ছবি তুলতে বাধা ও লাঞ্চিত করে পুলিশ। একইভাবে ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি নজরুল হক অনুর সঙ্গেও অশোভন আচরণ করে পুলিশ সদস্যরা।

গণমাধ্যমের ওপর এ ন্যক্কাজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সাংবাদিকরা।

এ ঘটনায় দোষী পুলিশ সদস্যদের বিচার দাবিতে বুধবার প্রেস ক্লাবে জরুরি সভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

(দ্য রিপোর্ট/জেএস/এনডিএস/ডিসেম্বর ০৪,২০১৩)