শাহজালালে ১৪ কেজি স্বর্ণের বার উদ্ধার
দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বুধবার শাহজালালে অবতরণ করে। গোপন সূত্রে খবর পেয়ে ভোর পাঁচটার দিকে উড়োজাহাজের ওয়াশরুমে পরিত্যক্ত অবস্থায় ১২০টি সোনার বিস্কুট উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ।
এ বিষয়ে কাস্টমসের সহকারী কমিশনার শামসুল আরেফিন খান জানান, উড়োজাহাজটির ওয়াশরুমের আয়নার পেছনে ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০টি করে সোনার বিস্কুট রাখা ছিল। জব্দ সোনার ওজন ১৩ কেজি ৯৮০ গ্রাম। এর বাজারমূল্য ছয় কোটি টাকা বলেও দাবি করেন তিনি।
(দ্য রিপোর্ট/কেজেএন/এনডিএস/ডিসেম্বর ০৪,২০১৩)