আবারও রক্ষা পেল চাঁদপুরের মেঘনা এক্সপ্রেস
চাঁদপুর সংবাদদাতা : টানা অবরোধের পঞ্চমদিনে চাঁদপুর-লাকসাম রেল লাইনে অবরোধকারীদের হাত থেকে আবারও রক্ষা পেল চাঁদপুরের মেঘনা এক্সপ্রেস।
চাঁদপুর থেকে বুধবার ভোর ৫টায় ছেড়ে আসে মেঘনা এক্সপ্রেসটি। পৌনে একঘণ্টা পর শাহতলী রেল স্টেশন পার হলে চালকের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এতে পাঁচশতাধিক যাত্রী প্রাণ রক্ষা পেয়েছেন।
ট্রেনের যাত্রী রামগঞ্জ উপজেলার জসিম উদ্দিন জানান, শাহতলী রেল স্টেশন থেকে ট্রেনটি ধীর গতিতে চলতে থাকলে হঠাৎ ট্রেনটি থেমে যায়। পরে জানতে পারি রেল লাইটির স্লিপ সরানো।
তিনি আরও জানান, ট্রেনটি দ্রুত গতিতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। এই বার দিয়ে তৃতীয়বারের মতো অবরোধকারীদের হামলার হাত থেকে রক্ষা পেল মেঘনা এক্সপ্রেস।
ইতোমধ্যে জিআরপি পুলিশ রেলের নাশকতার বিষয়ে তিনটি মামলা করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার চাঁদপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশিবিরের দুই কর্মী নিহতের ঘটনায় বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমবি/এনডিএস/ডিসেম্বর ০৪,২০১৩)