দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বংশালে বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে মিছিল বের করে ৪টি ককটেল বিস্ফোরণ অবরোধকারীরা। এ সময় একটি বাসও ভাঙচুর করে তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কয়েক রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন লোক অবরোধের পক্ষে মিছিল বের করে। মিছিল থেকেই তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। তখন অবরোধকারীরা যাওয়ার সময় একটি বাস ভাঙচুর করে।

বংশাল থানার ওসি আবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সময় অবরোধকারীরা ইউনাইটেড পরিবহনের একটি বাস ভাঙচুর করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

অপরদিকে, বুধবার সাকাল ৭টার সময় মাদারটেক এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।

তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি।

(দ্য রিপোর্ট/ডি/এফএস/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)