ফুটবল ভক্তদের উন্মাদনায় ভূমিকম্প ভ্রম!
দ্য রিপোর্ট ডেস্ক : প্রিয় দল খেলায় জিতলে লাগামহীন আনন্দ তো হতেই পারে। তবে সেই আনন্দ প্রকাশ করতে গিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের সিয়াটেল শহরের একদল ফুটবল ভক্ত। কারণ প্রিয় দল জেতার পর তারা এতটাই ‘লম্ফ-ঝম্ফ’ করেছিলেন যে আবহাওয়া অফিসে এটাকে একটি শক্তিশালী ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়।
সিয়াটেল সিহকস ও নিউ অর্লিন্স সেইন্টদের মধ্যে সোমবার প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা ছিল। খেলার সিয়াটেল সিহকস জিতে গেলে সমর্থকদের মধ্যে শুরু বিজয় উদযাপন।
দর্শকরা এতটাই লাফালাফি করে যে, প্যাসিফিক নর্থ-ওয়েস্ট সিসমিক নেটওয়ার্ক সেখানে রিখটার স্কেলে এক ও দুই মাত্রার ভূমিকম্প লিপিবদ্ধ করে।
প্যাসিফিক নর্থ-ওয়েস্ট সিসমিক নেটওয়ার্কের পরিচালক জন ভিডাল মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে জানান, খেলা চলাকালে তারা পাঁচবার ভূকম্পন রেকর্ড করেছেন।
তবে, ফুটবল ভক্তদের পাল্লায় সিয়াটেলে ভূমিকম্প ভ্রম এই প্রথম নয়। এর আগে ২০১১ সালেও ফুটবল ভক্তকে লাফালাফিকে ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছিল। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)