দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার পৃথক বোমা হামলায় ছয়জন বেসামরিক নাগরিকসহ নয়জন নিহত হয়েছেন।

হেলমান্দ প্রদেশে পৃথক দুইটি হামলায় ছয়জন বেসামরিক মানুষ নিহত হন। অপরদিকে জাবুল প্রদেশের হামলায় তিন পুলিশ সদস্য নিহত হন।

সবচেয়ে ভয়াবহ হামলায় ঘটনা ঘটে হেলমান্দ প্রদেশের গারেশক এলাকায়। সেখানে বোমা হামলায় চারজন নিহত ও দুইজন আহত হয় বলে প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জয়াক জানিয়েছেন।

একই প্রদেশের মারজান শহরে দূরনিয়ন্ত্রিত মোটরসাইকেলে রাখা বোমায় দুইজন নিহত ও ১০ জন আহত হন বলে সেখানকার পুলিশ প্রধান হাজি তরয়ালি জানান।

অন্যদিকে, জাবুল প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমায় তিন পুলিশ সদস্য নিহত ও অপর চারজন আহত হয়েছেন বলে প্রাদেশিক ডেপুটি গর্ভনর মোহাম্মদ জান রাসুলিয়ার জানিয়েছেন।

তালেবান মারজান শহরে হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে তাৎক্ষণিকাভাবে অন্য দুইটি হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। সূত্র : এপি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)