পাবনা সংবাদদাতা : পাবনা সদর উপজেলার মনোহরপুর এলাকায় ক্যারাম খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারামারির ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আহতরা হলেন- আব্দুল হামিদ মোল্লা (৫৫), মহসিন মোল্লা (৫০), ওমেদ মোল্লা (৪৭), রেজাউল মোল্লা (৩৮), আসাদ মোল্লা (২৮), রহিম মোল্লা (২৭), মিজানুর রহমান (২৬), দেলোয়ার হোসেন দেলো (৩৮) ও রিপন (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে ক্যারাম খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বুধবার সকালে আনজালপাড়া ও মোল্লাপাড়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে নয়জন আহত হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এসবি/ডিসেম্বর ০৪, ২০১৩)