দিরিপোর্ট২৪ ডেস্ক : পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মঙ্গলবার এ আদেশ দেন।

সোমবার রাতে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীদের ‘ধস্তাধস্তির’ সময় বিরোধীদলীয় নেতার গাড়িবহর থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়। রাতে বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪০ জনের বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলা করে পুলিশ। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অভিযোগ করেছে টুকুকে বহনকারী গাড়িটি পুলিশের একটি গাড়িকে চাপা দেয়ার চেষ্টা করেছে।

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. বাবুল হোসেন সুলতান সালাউদ্দিন টুকুর ১০ দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/ এমডি/অক্টোবর ২২, ২০১৩)