কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার নিমসারে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে বিএনপির পাঁচ কর্মী আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলা মহাসড়কে নিমসার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনির হোসেন দ্য রিপোর্টকে জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরুল ইসলাম, ছাত্রদল নেতা আবুল কালাম ও মামুনসহ ৫ জন আহত হয়।

এব্যাপারে মোকাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দ্য রিপোর্টকে জানান, বিএনপি নেতা-কর্মীরা নীলসার বাজারে কাঁচামাল নামানোর সময় একটি সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুরের চেষ্টা করে। এ সময় বাজারের ব্যাবসায়ীরা তাদের ধাওয়া দেয়।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, সংঘর্ষের বিষয়ে আমি কিছুই জানি না।

(দ্য রিপোর্ট/জেপি/এফএস/এসবি/ডিসেম্বর ০৪, ২০১৩)