চট্টগ্রামে গাড়ি ভাঙচুর ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে বুধবার নগরীর বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, নগরীর একে খান, জিওসি, আন্দরকিল্লা, মুরাদপুর, বাদুরতলা, অক্সিজেন, আতুরারডিপু, ইপিজেড, কাট্টলি ও বাকলিয়া এলাকায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে অবরোধ সমর্থকরা। তারা এসব এলাকায় প্রায় ১৫-২০টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
ট্রাক চালক নুরে আবদুল লতিফ বলেন, সকালে মালামাল নিয়ে বহাদ্দারহাট এলাকায় আসার সময় হঠাৎ পিকেটররা গাড়ি ভাঙচুর শুরু করে।
চট্টগ্রাম পুলিশের সহকারী কমিশনার আব্দুর রউফ জানান, কিছু কিছু জায়গায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার জানান, অবরোধে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। নগরজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/এইচএস/এসবি/ডিসেম্বর ০৪,২০১৩)