দ্য রিপোর্ট ডেস্ক : স্মার্ট ফোনের উন্মাদনায় বুঁদ দুনিয়ায় নতুন সংযোজন নিয়ে আনছে মাইক্রোসফট। ব্যবহারকারীর মেজাজ-মর্জির খোঁজখবর জানানোর জন্য তারা আনছে স্মার্ট ব্রা।

মাইক্রোসফটের গবেষকদের ডিজাইন করা এই ব্রা’তে সংযোজন করা হয়েছে অপসারণযোগ্য সেন্সর যা চামড়ার কার্যক্রম ও হৃদপিণ্ডের গতি পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর মানসিক অবস্থার খোঁজ জানাতে পারবে। এতে ব্যবহার করা হয়েছে স্মার্টফোনের অ্যাপস।

গবেষকরা দেখেছেন, মানসিকভাবে বিপর্যস্ত থাকার সময় বেশি খায় মানুষ। এই বেশি খাওয়া রোধ করার উদ্দেশে প্রযুক্তিগত পোশাককে কাজে লাগানোর জন্য গবেষণা করছিলেন বিজ্ঞানীরা। এই গবেষণা অংশ হিসেবেই এই ব্রা তৈরির কাজ করছেন বিজ্ঞানীরা।

এর আগে নারীদের স্তন ক্যান্সার প্রতিরোধে টুইটিং ব্রা তৈরির ঘোষণা দেয় নেসলের বিজ্ঞাপন নির্মাতা সংস্থা অগিলভি আথেন্স।

তবে পোশাকে স্মার্টফোনের অ্যাপসের ব্যবহার এই প্রথম নয়। এর আগে স্মার্টকোট তৈরির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মোটিফ। পানিনিরোধক এই পোশাকটি আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিতে পারবে। একইসঙ্গে এই স্মার্টকোটে মোবাইল ফোনে চার্জও দেওয়া যাবে। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/ডিসেম্বর ০৪, ২০১৩)