বুধবার ফের বসছে সংসদ অধিবেশন
গত ৯ অক্টোবর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৈঠক ২৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। এ অধিবেশন আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলার কথা রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ বৃদ্ধিসহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করবেন।
চলতি অধিবেশনে গত ৯ অক্টোবর পর্যন্ত সংসদে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস করা হয়।
এই অধিবেশনে গ্রাম আদালত (সংশোধন) বিল-২০১৩, জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল-২০১৩, শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহৃত সরঞ্জামাদি (বিপণন, নিয়ন্ত্রণ ইত্যাদি) বিল-২০১৩, বাংলা একাডেমি বিল-২০১৩, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) বিল-২০১৩, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল-২০১৩, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল ২০১৩ ও নিরাপদ খাদ্য বিল ২০১৩ পাশ করা হয়েছে।
(দিরিপোর্ট২৪/ওএস/এইচএসএম/অক্টোবর ২২, ২০১৩)