‘বৈরুতে ইরানি দূতাবাসে হামলায় সৌদি আরবের হাত রয়েছে’
দ্য রিপোর্ট ডেস্ক : লেবাননের হিজবুল্লার নেতা শেখ হাসান নাসরুল্লাহ বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে হামলার পেছনে সৌদি আরবের হাত হয়েছে বলে দাবি করেছেন। লেবাবনের বেসরকারি টেলিভিশন চ্যানেল ওটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নভেম্বরের ১৯ তারিখ দক্ষিণাঞ্চলীয় বৈরুতের ইরানি দূতবাসে জোড়া বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত ও প্রায় দেড়শ’ জন আহত হয়। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আব্দুল্লাহ আজ্জাম বিগ্রেড নামে একটি গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে।
সাক্ষাৎকারে নাসরুল্লাহ বলেন, ওই গোষ্ঠীর সঙ্গে সৌদি গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকার ব্যাপারে তার কোনো সন্দেহই নেই। একজন সৌদি আমিরের নেতৃত্বে এ গোষ্ঠীটি পরিচালিত হচ্ছে বলেও সাক্ষাৎকারে জানান তিনি।
নাসরুল্লাহ আরো বলেন, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠীকে সৌদি আরব এ ঘটনায় ব্যবহার করেছে।
এদিকে, মঙ্গলবার থেকে লেবাননে লেবাননে সিরিয়ার প্রেসিডেন্ট সমর্থক ও বিরোধীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সূত্র: আল জাজিরা
(দ্য রিপোর্ট/কেএন/ডিসেম্বর ০৪, ২০১৩)