দ্য রিপোর্ট ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, হাসান লাক্কিস নামে ওই নেতাকে বৈরুত থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে তার নিজ বাড়িতে কাছে হত্যা করা হয়। মঙ্গলবার মধ্যরাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। তবে কিভাবে তাকে হত্যা করা হলো তা বিবৃতিতে জানানো হয়নি।

এদিকে, লাক্কিসকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানায়, এর আগেও বেশ কয়েকবার ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল। তবে ইসরায়েল এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বৈরুতের ইরানি দূতাবাসে হামলার পেছনে সৌদি আরবকে দায়ী করার পর একদিন পর লাক্কিসকে হত্যার খবর জানা গেল।

হিজবুল্লাহর অন্যতম সমর্থক ইরান। এছাড়া হিজবুল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম সমর্থন। সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে অনেক হিজবুল্লাহ যোদ্ধাও যুদ্ধ করছেন। সূত্র: বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/ডিসেম্বর ০৪, ২০১৩)