দিরিপোর্ট২৪ ডেস্ক : সন্ত্রাস দমনে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুশতাক আহমেদ এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ক একটি সহযোগিতাপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘এর ফলে দুই দেশের সম্মতিক্রমে আইনগত সহায়তা প্রদান, মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধি, সাইবার অপরাধ দমনে সহযোগিতা ও দুই পক্ষের সম্মতিক্রমে বন্দর ও সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি পাবে।’

স্বাক্ষরিত চুক্তি প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, এর ফলে দুই দেশ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা ও সন্ত্রাস দমনেও প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারবে।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/এমডি/অক্টোবর ২২, ২০১৩)