বুধবারের টপটেন গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ ডিসেম্বর, বুধবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার শীর্ষে উঠে আসে রংপুর ফাউন্ড্রি।এদিন এ শেয়ারের দর ৯.৯৮ শতাংশ বা ৯.২ টাকা বাড়ে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অপর কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে রহিমা ফুডের শেয়ার দর বেড়েছে ৯.৯6 শতাংশ বা ৫.৬ টাকা, লিগ্যাসী ফুটওয়্যারের ৯.৭৯ শতাংশ বা ৩.৭ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৬৬ শতাংশ বা ২.২ টাকা, জেএমআই সিরিঞ্জের ৮.৮০ শতাংশ বা ১৭.৫ টাকা, মিথুন নিটিংয়ের ৭.৬৬ শতাংশ বা ৫.৬ টাকা, বিডি অটোকারসের ৭.৮৪ শতাংশ বা ২.৪ টাকা, বঙ্গজের ৮.০৯ শতাংশ বা ৩৭.৫ টাকা, এমবি ফার্মার ৬.৫৯ শতাংশ বা ১৭.৭ টাকা এবং এএমসিএলের (প্রাণ) শেয়ার দর বেড়েছে ৬.০৬ শতাংশ বা ১১.৪ টাকা।
(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ৪, ২০১৩)