দ্য রিপোর্ট ডেস্ক : পুরো স্কোয়াড ঘোষণা না করলেও প্রধানমন্ত্রী একাদশের অধিনায়কের নাম চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের আগামী জানুয়ারিতে দলের নেতৃত্ব দেবেন সাবেক ক্রিকেটার ব্রেট লি।

গত ইংল্যান্ড সফরে দেশের সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ৩৭ বছর বয়সী লি। ওই সফর শেষে দেশে ফিরেই কুঁচকির ইনজুরির জন্য ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। অবসর নিলেও নিয়মিত প্রতিযোগিতামূলক টোয়েন্টি২০ খেলছেন লি। চলতি বছর বিগ ব্যাশ লিগে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সিডনি সিক্সার্সের সঙ্গে।

তরুণ ক্রিকেটারদের সঙ্গে আবারও খেলার সুযোগ পেয়ে খুশি লি। বলেন, ‘প্রধানমন্ত্রী একাদশের অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়ে গর্ববোধ করছি। ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে প্রথম এই একাদশের হয়ে খেলেছিলাম। ওই ম্যাচে ৪ উইকেট পেয়েছিলাম আমি।’

(দ্য রিপোর্ট/সিজি/এমআই/ডিসেম্বর ৩, ২০১৩)