দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘এই মূহুর্তে মন্ত্রীদের নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগের নির্দেশ দিচ্ছি। এই নির্বাচনে যাবো না। এটাই আমার শেষ কথা। নির্বাচনে যাবো না, না, না।’

বুধবার বিকেল ৫ টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে ভারতীয় পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘উনারা আমাকে নির্বাচনে অংশ নিতে বলেছেন। আমি বলেছি, আপনারা ঢাকার একশত লোককে জিজ্ঞাসা করুন। তারা কেউ প্রধানমন্ত্রীকে চায় না। আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না।’

এরশাদ বলেন, ‘উনারা বলেছেন আপনি (এরশাদ) নির্বাচনে না গেলে জামায়াত ক্ষমতায় আসবে। আমি তাদের বলেছি কে আসবে জানি না। আমি নির্বাচনে যাবো না।’

এরশাদ বলেন, ‘সর্বদলীয় সরকার থেকে আমার মন্ত্রীরা এই মুহুর্তেই পদত্যাগ করবেন।’

এর আগে চার টা পাঁচ মিনিটে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণকে নিয়ে এরশাদের বাসায় প্রবেশ করেন সুজাতা সিং।

এছাড়া বুধবার সকালে সারাদেশে জাতীয় পার্টির প্রার্থীদের মনোয়নন প্রত্যাহারের নির্দেশ দেন এরশাদ।

(দ্য রিপোর্ট/ সাআ/এমডি/ ডিসেম্বর ০৪, ২০১৩)