এরশাদের বাসভবন ঘিরে র্যাব
দ্য রিপোর্ট প্রতিবেদন : রাজধানীর বারিধারায় হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন ঘিরে অবস্থান নিয়েছে র্যাব। বুধবার সন্ধ্যায় ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক শেষ হবার পর হঠাৎ করেই এরশাদের বাড়ির চারদিকে অবস্থান নিয়েছে র্যাব। র্যাবের ২০ থেকে ২৫টি গাড়ি এরশাদের বাড়ির প্রধান ফটক, পেছনের ফটক ও রাস্তায় আশে-পাশে অবস্থান নিয়েছে।
বিপুল সংখ্যক র্যাবের উপস্থিতির কারণে কমে গেছে এরশাদের বাড়িতে আসা নেতা-কর্মীর সংখ্যা। অনেকেই গ্রেফতার আতংকে ভুগছেন। আশে-পাশের সাধারণ মানুষের মাঝে গুজব ছড়িয়ে পড়েছে যে, এরশাদ ও তার মন্ত্রীদের গ্রেফতার করা হতে পারে। ৫টা ৫২ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত হুসেইন মুহম্মদ এরশাদের বাড়িতে অবস্থান করছিলেন- জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রেলমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদদ্দীন বাবলুসহ দলের বেশ কিছু নেতা-কর্মী।
(দ্য রিপোর্ট/এসএ/আইজেকে/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)