নীলফামারী সংবাদদাতা : ১৮ দলের ডাকা টানা অবরোধের কারণে উত্তরাঞ্চলের ৮ জেলা তেল শূন্য হয়ে পড়েছে। এ অবস্থায় মঙ্গলবার রাতে বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানী থেকে পুলিশ ও বিজিবি পাহারায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও রংপুর জেলার বিভিন্ন তেলপাম্পে তেলবাহী লরি পাঠানো শুরু করেছে।

জ্বালানি তেলের অভাবে আসন্ন ইরিবোরো মৌসুমের জন্য বীজতলা প্রস্তুত করতে এবং চলতি রবিশষ্য ক্ষেতে সেচ দিতে না পারায় কৃষকরা লোকসানের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে। রেলহেড অয়েল ডিপোতে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম ও সহকারি কমিশনার(ভুমি) জিল্লুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করে ডিলারদের ডিজেল সরবরাহ দেওয়া হচ্ছে।

ইউএনও রাহেনুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় এখন আমন ক্ষেতের ফসল মাড়াই চলছে। মেশিন দিয়ে ধান মাড়াই ও ইরিবোরো মৌসুমের জন্য বীজতলা প্রস্তুত করতে এবং চলতি রবিশষ্য ক্ষেতে সেচের জন্য প্রচুর ডিজেলের চাহিদা রয়েছে। চলমান অবরোধের কারণে জ্বালানি তেল সরবরাহকারী ডিলারগণ পার্বতীপুর রেলহেড ডিপো থেকে জ্বালানি তেল উঠানো বন্ধ রাখে। এর ফলে এসব জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তা দিয়ে গন্তব্যস্থলে তেলবাহী লরি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে ডিলাররা তেল উত্তোলনে রাজি হয়। মঙ্গলবার রাত ১০টার পর থেকে ডিলারগণ ডিপো থেকে ডিজেল উত্তোলন শুরু করেছে।

(দ্য রিপোর্ট/এএএম/এমসি/ডিসেম্বর ০৪, ২০১৩)